বালুরঘাটের নদীপার গার্লস হাইস্কুলের শিক্ষিকার করোনা আক্রান্তের পরে এবার আক্রান্ত ওই স্কুলেরই হস্টেলের আরও দু’জন ছাত্রী। একই সঙ্গে অসুস্থ আরও বহু পড়ুয়া। যার ফলে বন্ধ করে দেওয়া হল স্কুলের হস্টেল। পাশাপাশি দুইদিন স্কুল বন্ধ রাখার সিন্ধান্ত নেয় স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আক্রান্ত পড়ুয়া সহ বাকি সকলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় । যা নিয়ে শোরগোল পড়েছে ওই স্কুলে। এদিকে করোনা আক্রান্তের জেরে স্কুলের ক্লাসও বাতিল করার সম্ভাবনা বাড়ছে। এদিকে জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্কুলের পড়ুয়াদের আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। যা নিয়ে অস্বস্তি বাড়ছে জেলার শিক্ষা মহলে। সপ্তাহ খানেক আগে এক স্কুল শিক্ষিকা করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে অসুস্থ ছিলেন বেশ কয়েকজন স্কুল ছাত্রী৷ যারা মূলত হস্টেলের আবাসিক ৷ এদিকে বৃহস্পতিবার স্কুলে অসুস্থদের করোনা টেস্ট করা হলে পরে দুজন ছাত্রীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপরই হস্টেল ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়।
ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।