এবারে ইডির চোখ আলিপুরদুয়ারের মৌমিতা অধিকারীর উপর,হতে পারে জেরা আলিপুরদুয়ারেও ইডির হানা। জেরা করা হতে পারে মৌমিতা অধিকারিকেও।
সূত্রের খবর , এবার মোনালিসা এবং অর্পিতার পরে এবারে মৌমিতা অধিকারীকেও জেরা করতে পারে ইডি ঠিক এমন তথ্যই পাওয়া যাচ্ছে। যদিও মৌমিতা অধিকারী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা মানতে চাননি,তবুও বিভিন্ন অনুষ্ঠানে আলিপুরদুয়ারে পার্থ চট্টোপাধ্যায় এলেই তার সঙ্গে দেখা করতেন বলে খবর। জানা গেছে, আলিপুরদুয়ারের তৃণমূল নেত্রী মৌমিতা অধিকারীর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতা অনেকদিন ধরেই।
উল্লেখ্য, মৌমিতা অধিকারি আলিপুরদুয়ার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হওয়ার সময় থেকেই ঘনিষ্ঠতা শিক্ষামন্ত্রীর সঙ্গে। এমনকি তার সঙ্গে আলিপুরদুয়ার-সহ অন্যান্য বিভিন্ন জায়গায় মৌমিতা অধিকারী যেতেন বলেও খবর। যদিও মৌমিতা অধিকারির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও আর্থিক লেনদেনের খবর বা প্রমাণ এখনও মেলেনি। এদিকে আলিপুরদুয়ারের জেলা বামফ্রন্ট অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবি জানিয়েছে। তারা আরও দাবি করেছে- উত্তরবঙ্গজুড়ে যেসব দুর্নীতি পরায়ণ নেতা রয়েছেন তাদের শীঘ্রই গ্রেফতার করতে হবে। এই ঘটনা নিয়ে তারা গোটা আলিপুরদুয়ারে অবস্থান ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।