গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। কাঠগড়ায় উঠে এল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অধ্যাপিকা কৃষ্ণকলি বসু ঘোষের নাম।
সূত্রের খবর, অভিযোগ ওয়েব কুপার সভাপতি কৃষ্ণকলি বসুর বিরুদ্ধে। জানা গেছে, টাকার বিনিময়ে ১১ জনকে চাকরি দেওয়া হয়েছে। বর্তমানে এখন কাঠগড়ায় পার্থ চট্টপাধ্যায়-ঘনিষ্ঠ অধ্যাপিকা কৃষ্ণকলি বসু ঘোষের আমলে নিয়োগপত্র পাওয়া প্রার্থীদের বিষয়ে তদন্তের দাবি উঠেছে।
প্রসঙ্গত, বিজেপি-র দক্ষিণ মালদা সংগঠনিক জেলা-সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, ১১ জনকে নিয়োগ করা হয়েছে। যা সম্পূর্ণ বে-আইনি। আমরা এই নিয়ে জনস্বার্থ মামলা করব। এর পেছনে রয়েছে পার্থ চট্টপাধ্যায় ঘনিষ্ঠ কৃষ্ণকলি বসু ঘোষ। প্রায় ৬২ লক্ষ টাকার লেনদেন হয়েছে। আমরা জনস্বার্থ মামলা করব।
পাশাপাশি আরও অভিযোগ, কার্যত স্বীকার করে নিয়েছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক্সিকিউটিভ কমিটি মেম্বার শক্তি পাত্র। তিনি বলেন, আমাকে অন্ধকারে রেখে কৃষ্ণকলি বসু ঘোষকে এই নিয়োগ কমিটিতে যুক্ত করে এই নিয়োগ করা হয়েছে। আমি অন্ধকারে ছিলাম।
বিজেপি কি বলল তাতে আমার কিছু বলার নেই, যদি তদন্ত হয় তাহলে হবে দাবি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।