সরকারি একটি হাসপাতালের বেড ভেঙে পড়ে যান শিশু-সহ মা। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের একটি হাসপাতালে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে উঠেছে প্রশ্ন।
সূত্রের খবর, বৃহস্পতিবার প্রসব যন্ত্রনা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হন সুজাতা মিত্র। এদিন তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, তাকে এবং তার সদ্যজাত সন্তানকে একই বেডে রাখা হয়। হঠাৎই ওই বেড ভেঙে পরে যায় শিশু-সহ মা। এরপর ক্ষোভে ফেটে পড়েন গৃহবধূর পরিবার এবং আত্মীয়রা। একাধিক বেডেও এমনই দৃশ্য দেখা যায়। কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি। রোগীদের ভিড় থাকায় একই বেডে মা এবং সন্তানকে রাখার কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ফোর্টিন টাইমলাইন, নদিয়া।