Radhikapur Express : নানা দাবিতে রাধিকাপুর এক্সপ্রেস রুখলো শ্রমিক সংগঠন

আরও পড়ুন

পুনরায় দিল্লিগামি লিঙ্ক ট্রেন চালু সহ ৭ দফা দাবিতে আজ, শনিবার ডেপুটেশন কর্মসূচি ও রেল রোকো আন্দোলনে নামল আই এন টি টি ইউ সি ( INTTUC) অনুমোদিত উত্তর দিনাজপুর রেলওয়ে হকার্স ইউনিয়ন । শনিবারের রেল রকম আন্দোলনে শেখর দাস ছাড়াও হাজির ছিলেন অভিষেক দাস সহ সংগঠনের জেলা নেতৃত্ব।এদিন সন্ধে 6টা থেকে আই এন টি টি ইউ সি ( INTTUC)-র জেলা নেতা ও কর্মীরা প্রথমে দু’নম্বর প্লাটফর্মে বিক্ষোভ দেখান , তারপর কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস এলে তা অবরোধ করেন । এরপর রেল পুলিশ-এর সঙ্গে তাদের বচসা শুরু হলে স্টেশন মাস্টার আন্দোলনকারীদের ট্রেন ছেড়ে দিয়ে তার অফিসে আসার অনুরোধ করলে আন্দোলনকারীরা তাঁর অনুরোধে সাড়া দিয়ে ট্রেন অবরোধ তুলে স্টেশন মাস্টারের ঘরে হাজির হয়ে ৭ দফা দাবিতে ডেপুটেশন দেন। এবিষয়ে স্টেশন মাস্টার সমস্ত বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পেশ করে দ্রুত সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন এদিন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি শেখর দাস বলেন, রায়গঞ্জের স্থানীয় লেবাররা না খেয়ে মরছেন অথচ বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছেন রেল দফতরের ঠিকাদাররা। এদিন শেখরবাবু আর কি কি বলেছেন শুনুন-

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close