শনিবার সন্ধ্যেবেলায় রায়গঞ্জের বিধানমন্ত্রী উদ্বোধন হয়ে গেল কমলেশ গোস্বামীর লেখা বই রাইগঞ্জের ইতিহাস। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযূষ কুমার দাস, রাইগঞ্জের ইতিহাস নামের বইটির লেখক কমলেশ গোস্বামী, রায়গঞ্জ পুরসভার উপ-পুর প্রশাসক অরিন্দম সরকার, সংগীতশিল্পী তরণী সেন মোহান্ত, উপন্যাসিক দেবেশ কান্তি চক্রবর্তী,কবি অরুণ চক্রবর্তী, লেখক সুকুমার বারই, অধ্যাপক দীপক বর্মন,বিশিষ্ট সমাজসেবী বিপ্লব ঘোষ, লেখিকা আভা সরকার (মন্ডল) প্রমুখ।
শনিবার বিকেল সওয়া পাঁচটা নাগাদ মুষলধারে বৃষ্টি নামায় রাইগঞ্জের ইতিহাস নামের পরিবর্ধিত তৃতীয় সংস্করণ গ্রন্থটি প্রকাশনায় সামান্য দেরি হলেও পরে বহু দর্শক সমাগম হয়।
উপস্থিত বক্তারা এই গ্রন্থটিকে এ রাজ্যের মূল্যবান সম্পদ বলে অভিহিত করেছেন। একে একে উপস্থিত বক্তারা সকলেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি সংগীত পরিবেশিত হয়।
রায়গঞ্জ বিধান মঞ্চ থেকে হীরক মন্ডলের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।