শনিবার দুপুরে গঙ্গায় চার বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল একাদশ শ্রেণির এক পড়ুয়া। ঘটনাটি নৈহাটির গোয়ালাপাড়া গঙ্গার ঘাটে ঘটেছে। এই নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা চত্বরে। নিখোঁজ হওয়া ওই পড়ুয়ার নাম অনুরাগ মেহেতা। গৌরিপুর গোয়ালা ফটক এলাকার বাসিন্দা সে। নৈহাটি গৌরিপুর হিন্দি হাইস্কুলের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত অনুরাগ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুঁটে আসে নৈহাটি থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, শনিবার দুপুরে অনুরাগ ও তার সহপাঠী চার বন্ধুদের সাথে গোয়ালাপাড়া গঙ্গার ঘাটে স্নান করতে যায়। আচমকাই তার তলিয়ে যাবার খবর পেলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সহ মোকাবিলা বাহিনী ও শুরু হয় উদ্ধারকাজ। শনিবার সারাদিন চলে গেলেও অনুরাগের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে আবারো তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা।
ফোর্টিন টাইমলাইন, নৈহাটি, উত্তর চব্বিশ পরগণা।