কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের দাপট নজর কেড়েছে সারা বিশ্বে। একের পর এক সাফল্যে গর্বিত ভারতবাসী। রবিবার দ্বিতীয় সোনা পদক এলো জেরিমির হাত ধরে। জেরেমি লাল রিননুঙ্গা পুরুষদের ৬৭ কেজি বিভাগে সোনা জয় করেন।
কমনওয়েলথ ভারোত্তোলনে নয়া ইতিহাস গড়লেন জেরিমি। স্ন্যাচ ইভেন্টে ১৪০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে ১৬০ কেজি ওজন তুলে নিজের পদক নিশ্চিত করেন। মোট ৩০০ কেজি ওজন তুলে পুরুষ বিভাগে রীতিমতো নজর কেড়েছেন তিনি। এখনো পর্যন্ত কমনওয়েলথ গেমস থেকে আসা মোট পাঁচটি পদক জয় ভারতের।
টাইমস ফোর্টিন ব্যুরো, বার্মিংহাম , ইংল্যান্ড।