মাছ ভর্তি পুকুরে বিষ মিশিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা ক্ষতি করল এক মৎসজীবীর। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে। নিমেষে ধ্বংস হয়ে গিয়েছে রোজগারের শেষ সম্বল, বিষক্রিয়ায় হাজার হাজার মাছের মৃত্যু হওয়ায় চিন্তিত মৎস্যজীবীর পরিবার। প্রায় দু লক্ষ টাকার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ওই মৎসব্যবসায়ী। গোটা ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত আকারে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, পিপলা গ্রামের বাসিন্দা রণবীর দাস মাস কয়েক আগে পুকুরে কিছু মাছ চাষ করেন। মৎসজীবী-ই তার একমাত্র জীবিকা নির্বাহের সম্বল ছিল। কিন্তু রবিবার সকালে খবর পান কেও তার পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে গিয়ে দেখেন তার সমস্ত মাছ মরে গিয়ে পুকুরের উপরে ভেসে উঠেছে । এই ঘটনা দেখার পরেই যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। তার দাবি কেউ শত্রুতা করে তার পুকুরে বিষ মিশিয়ে দিয়েছে। খবর পেয়ে পুকুর পরিদর্শনে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।