শিব ঠাকুরেরর মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০ পুণ্যার্থীর। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের চ্যাংড়াবান্ধায়। গুরুতরভাবে আহত হয়েছেন ১৬ জন। তাদেরকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তাদের সেখানেই চিকিৎসা চলছে।
সূত্রের খবর, কোচবিহারের শীতলকুচি থেকে ২৫ থেকে ৩০ জনের এক পুণ্যার্থীর দল একটি পিকআপ ভ্যানে করে আলিপুরদুয়ার জেলার জল্পেশ মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। উদ্দেশ্য ছিল সোমবার কাকভোরে শিব ঠাকুরের মাথায় জল ঢালা। অনুমান, কোনওভাবে গাড়ির মধ্যেই শর্ট সার্কিট হয়ে যায়। তাতেই মৃত্যু হয় ১০ জন পুণ্যার্থীদের। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়াবান্ধার ধরলা নদীর সেতু পার করার পরই ওই ঘটনাটি ঘটে। গাড়ির ভিতর ডিস্ক জকি (ডিজে) বাজছিল সজোরে। একটি ডিজেল জেনারেটরের সাহায্যে চালানো হচ্ছিল ওই ডি জে। কোনওভাবে জেনারেটরে শর্ট সার্কিট হওয়ার ফলেই এমন পরিস্থিতি বলে প্রাথমিক তদন্তে মোটর ভেহিকেলস দপ্তরের অনুমান। এই ঘটনার ফলে মৃত্যু হয় ১০ জনের এবং গুরুতরভাবে আহত হয়েছেন ১৬ জন। শ্রাবণ মাসের পূর্ণ যাত্রা মাথায় উঠেছে পরিবারের সদস্যদের।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।