শারীরিক ও মানসিক ভাবে প্রতিবন্ধী হাওয়ায় নিজের সন্তানকে নর্দমায় চুবিয়ে মারার অভিযোগ উঠলো এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। এই নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্তে নাম পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার দুটি সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তান প্রতিবন্ধী থাকার কারণে তাকে খুনের সিদ্ধান্ত নেয় ওই মহিলা। এই ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
জিজ্ঞাসাবাদ শুরু করা হলে ওই মহিলা এই সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন। তিনি জানান, ছিনতাইকারীরা সোনার চেন ছিড়ে নিয়ে যাওয়ার সময় তার সন্তান নর্দমায় পড়ে যায় ও ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে প্রতক্ষদর্শীদের স্বাক্ষী দেওয়ার ফলে ওই মহিলা আর রেহাই পায়না ও সব সত্যি স্বীকার করলে পুলিশ তাকে গ্রেফতার করে । এই ঘটনায় এলাকাবাসী রীতিমতো ক্ষিপ্ত ওই মহিলার ওপর।
টাইমস ফোর্টিন ব্যুরো, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা।