Balurghat : বিনা অনুমতিতে ডি জে বাজানোয় নিষেধাজ্ঞা পুলিশের

আরও পড়ুন

এবার থেকে অনুমতি ছাড়া ডি জে বাজালেই কড়া ব্যবস্থা নেবে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। এমন-ই সিদ্ধান্ত দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের।

সূত্রের খবর, জল্পেশ মেলায় যাওয়ার পথে দুর্ঘটনার পরই এই সিদ্ধান্ত নিয়েছে জেলা পুলিশ। পতিরামে শ্রাবণী মেলায় জনাকয়েক পুণ্যার্থী নিষেধাজ্ঞা উড়িয়ে ডিস্ক জকি (ডি জে)বাজিয়ে আসেন। তাদের কাছ থেকে বেশ কিছু ডি জে সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে, সোমবার সন্ধ্যায় জেলার সবক’টি থানাতে ডি জে মালিক-সহ কমিটিগুলিকে ডাকা হয়। সেখানে ডি জে বন্ধের নির্দেশের পাশাপাশি একগুচ্ছ নিয়মাবলীও দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় পুলিশের তরফে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, এদিন প্রত্যেক থানায় বৈঠক করে ডিজে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা উড়িয়ে যাঁরা ডিজে বাজাবে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই পতিরাম থানা এলাকায় বেশ কিছু ডিজে বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য,রবিবার গভীর রাতে কোচবিহার থেকে জল্পেশ মন্দিরে যাওয়ার পথে গাড়িতে শর্ট সার্কিটের জেরে মৃত্যু হয় ১০ পুণ্যার্থীর। দুর্ঘটনায় জখম পুণ্যার্থীরা জানিয়েছেন, একটি পিকআপ ভ্যানে জেনারেটর উঠিয়ে, ডি জে বসিয়ে তারা জল্পেশের উদ্দেশে যাচ্ছিলেন। বৃষ্টির জলে জেনারেটর ও ডি জে মেশিন ভিজতে থাকে। যার থেকেই শর্ট সার্কিট হয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অনেকেই জানাচ্ছেন, জল্পেশ মন্দিরে জল ঢালতে যাওয়ার নামে দিনের পর দিন মন্দির চত্বরে ডি জে-র দাপট বেড়েই চলেছে। যাতে কারও কোনও নিয়ন্ত্রণ নেই। কোনও বড় ঘটনা ঘটলেই প্রশাসন কিছুটা নড়েচড়ে বসে, তারপর পরিস্থিতি যে কে সেই হয়ে যায়।

ফোর্টিন টাইম লাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close