মঙ্গলবার কাজ করে বাড়ি ফেরার সময় মোটর বাইকের ধাক্কায় প্রাণ হারাল এক যুবক। মৃত ওই যুবকের নাম চঞ্চল সাহা, বয়স ৩৬ বছর। দুর্গাপুরের কমলাই এলাকার বাসিন্দা তিনি। বর্তমানে এল এন্ড টি ফিনান্স কোম্পানিতে কর্মরত ছিল চঞ্চল সাহা। যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
পরিবার সূত্রের খবর, মঙ্গলবার ইটাহার থেকে কালেকশন করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি । আচমকাই পেছন থেকে একটি দ্রুতগতিতে আসা মোটরবাইক সজোরে ধাক্কা মারে তাকে । ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে যান চঞ্চল বাবু। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসকেরা জানিয়েছেন।