মারপিট করতে না যাওয়ায় বন্ধুকে মারধরের অভিযোগ অন্য এক বন্ধুর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
সূত্রের খবর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার ছোট সুজাপুর এলাকায়। জানা গেছে,আক্রান্তের নাম সারিফুল হক। অভিযুক্ত বন্ধুর নাম আসিফ সেখ। অভিযোগ, আসিফ রাতে ফোন করে ডাকে সরিফুলকে। তারপর সারিফুলকে মারধর করার জন্য এক জায়গায় যেতে বলে। যেতে রাজি না হলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
উল্লেখ্য, জানা গেছে, অভিযুক্ত আসিফের সঙ্গে তার স্ত্রী-র বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সমাজ থেকে আসিফের ৭৫ হাজার টাকা জরিমানা হয়েছে। তাই রাগে শ্বশুরবাড়িতে গিয়ে মারধর করার জন্য সারিফুলকে নিয়ে যেতে চাইছিল সে।