Singapore:পুরুষদের টেবিল টেনিস দল স্বর্ণপদক পেল

আরও পড়ুন

কমনওয়েলথ গেমস ২০২২ -এ আজ টেবিল টেনিস পুরুষদের টিম ইভেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে দিনের দ্বিতীয স্বর্ণপদক জিতে নিল। এটি CWG ২০২২-এ খেলাধুলায় ভারতের প্রথম পদক এবং ৫ তম দিনে দ্বিতীয় স্বর্ণপদক। লন বোলসে ঐতিহাসিক স্বর্ণপদকের পর এটি দ্বিতীয় , যা দেশের পদক সংখ্যা ১১ -এ নিয়ে গেছে – পাঁচটি সোনা, তিনটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ৷

প্রসঙ্গত ,ডাবলস টাইয়ের উদ্বোধনী খেলাটি ছিল বেশ কাছাকাছি। গেম পয়েন্ট বাঁচানোর আগে ভারত প্রথম গেমে খেলাটি ১৩ -১১ পয়েন্টে ছিনিয়ে নেয়। দ্বিতীয় গেমে হারমিত দেশাই এবং সাথিয়ান জ্ঞানসেকরনের ভারতীয় সমন্বয়, ইয়ং আইজ্যাক কুইক এবং সিঙ্গাপুরের ইয়েউ এন কোয়েন প্যাং-এর বিরুদ্ধে আরও দক্ষ দেখাচ্ছিল ফলে তারা নিশ্চিতভাবে ১১-৭ জয়ের সাথে ২-০ এগিয়ে ছিল এবং তৃতীয় গেমটি ১১-৫ পয়েন্টে জিতে সম্পূর্ণরূপে আধিপত্য বিস্তার করে ভারতীয় পুরুষদের টেবিল টেনিস দলটি।

ইতিমধ্যেই ফাইনালে হেরে সিঙ্গাপুরকে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। অন্যদিকে নাইজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করার পর ইংল্যান্ড ব্রোঞ্জ পদক নিয়ে শেষ করল।

টাইমস ফোর্টিন ব্যুরো, সিঙ্গাপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close