Chanchol : ট্রান্সফর্মারে আগুন ,আতঙ্ক ছড়ালো এলাকায়

আরও পড়ুন

ব্যস্ততম গ্রামীণ সড়কের মাঝে বৈদ্যুতিক ট্রান্সফরমারে গতকাল গভীররাতে আগুনের ফুলকির সৃষ্টি হয়ে কয়েক ফুট উপরে উঠে যায়। প্রায় এক ঘন্টা ধরে এই অবস্থা চলায় আশপাশের লোকজন ও পথ চলতি মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।তবে দুর্ঘটনা ঘটার আগেই বাসিন্দারা তৎপর হয়।তারা স্থানীয় দমকল অফিসে খবর দেন।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার মালতীপুর বিধানসভার নেহালপুর প্রাইমারি স্কুলের কাছে।বাসিন্দাদের অভিযোগ,বিদ্যুতিক ট্রান্সফরমায় হামেশাই শট শার্কিটের জেরে আগুনের ফুলকি দেখা যায়। শর্ট শার্কিটের জেরে এলাকায় বেশিরভাগ সময় বিদ্যুৎ বিভ্রাট ঘটে। মঙ্গলবার গভীররাতে ট্রান্সফরমায় আগুনের ফুলকি আরও উপরে উঠে যায়।সেই দৃশ্য দেখতে পেয়ে আতঙ্কে দমকল অফিসে খবর দেন বাসিন্দারা। সঙ্গে সঙ্গে চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর শুনে বৈদ্যুতিক কর্মীরা গিয়ে ট্রান্সফর্মার মেরামতের কাজ শুরু করে।

ফোর্টিন টাইম লাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close