Karnataka Landslide : ধস নেমে মৃত্যু হল দুই শিশুর

আরও পড়ুন

মঙ্গলবার কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার সুব্রমানিয়ায় একটি বাড়ির উপর আচমকাই পাহাড়ের ধস নেমে পড়ে। এই ঘটনায় মৃত্যু হয় দুই বোনের । একজনের নাম শ্রুতি, বয়স ১১ ও আরেকজনের নাম জ্ঞানশ্রী , বয়স ৬। মর্মান্তিক এই দুর্ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাস্থলে উদ্ধারকাজে পৌঁছয় পুলিশ সহ বিশাল দমকলবাহিনী।

সোমবার রাত থেকে কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলা ও উত্তর কন্নড়ের ভাটকল তালুকের মুত্তাল্লি নামের এই দুই জেলায় প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। সেই সময় বারান্দায় বসে বই পড়ছিল শ্রুতি ও জ্ঞানশ্রী। আওয়াজ শুনে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। ঠিক সেই সময় পাহাড় থেকে ধস নেমে তাদের বাড়ির উপর পড়ে।এলাকায় শুরু হয় হৈচৈ। সঙ্গে সঙ্গে খবর পেয়ে উদ্ধারকারীর দল এসে শুরু করে উদ্ধারকাজ। দীর্ঘ প্রতীক্ষার পর উদ্ধার করা হয় শিশু দুটির মৃতদেহ। ঠিক একই সাথে উত্তর কন্নড়ের ভাটকল তালুকের মুত্তাল্লিতে অবস্থিত একটি বাড়ি ধসের চাপে গুঁড়িয়ে গিয়েছে। একই সঙ্গে মৃত্যু হয়েছে পরিবারের চার সদস্যের।

টাইমস ফোর্টিন ব্যুরো, বেঙ্গালুরু, কর্ণাটক।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close