Raiganj : বৃহস্পতিবার থেকেই শুরু চৈতালি ক্লাবের পুজোর কাউন ডাউন

আরও পড়ুন

বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর আর দেরি নেই। পুজোর আর মাত্র ৫৭ দিন বাকি। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন ক্লাবেই প্যান্ডেল তৈরির কাজ। পাশাপাশি শুরু করে দিয়েছে খুঁটি পুজো।

সূত্রের খবর , বৃহস্পতিবার সকালে ক্লাব প্রাঙ্গনে ঢাকের বাদ্যি ও পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হল রায়গঞ্জের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে চৈতালি ক্লাবের খুঁটি পুজো। থিমের আদলে তৈরি হবে সমস্ত পুজো মণ্ডপ।

প্রসঙ্গত ,গত দু’বছর করোনা মহামারীর জন্য বাঙ্গালিদের সবচাইতে বড় উৎসব দুর্গাপুজোর আনন্দে ভাটা পড়েছিল। পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষগুলি বড় করে পুজো করতে পারেনি। কিন্তু এবার করোনা মহামারী কম থাকায় ক্লাবগুলি বড় করে পুজো করতে চলেছে।পাশাপাশি সেজে উঠছে বাজার , সেজে উঠছে কাপড়ের দোকানগুলি । মৃৎশিল্পীরাও ব্যস্ত হয়ে পড়েছেন মূর্তি গড়ার কাজে। এদিন পুজো পরিক্রমায় বেড়িয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম চৈতালি ক্লাবে।

উল্লেখ্য ,তাদের এবারের থিম ” প্রেরণা “। খুঁটি পুজোর পাশাপাশি এদিন থেকেই মণ্ডপের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে গত দু’বছর করোনার জন্য পুজোর বাজেটে কাট ছাট থাকলেও এবারে কিন্তু বিগ বাজেটের পুজোর পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা।এর পাশাপাশি গত দুই বছর করোনা সংক্রমণের কারণে পুজোর সময় একাধিক বিধিনিষেধ আরোপ করা ছিল। এ বছর সেরকম কোনও বিধিনিষেধ থাকবে না বলেই আশা রাখছেন পুজো উদ্যোক্তারা। সেই কারনে এই বছর যে পুজোয় জৌলুস একটু বেশি থাকবে তেমনটাই মনে করা হচ্ছে।

ফোর্টিন টাইম লাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close