Malda : কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে শোক

আরও পড়ুন

বৃহস্পতিবার কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ইংরেজ বাজার থানার বাগবাড়ি ৫২ বিঘা এলাকায়। মৃত ওই কলেজ ছাত্রীর নাম কবিতা মন্ডল, বয়স ১৮ বছর। তার বাবার নাম শচীন মন্ডল ও মায়ের নাম শোভা মন্ডল। সে স্থানীয় মালদা মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। ঘটনাস্থলে পৌঁছয় মালদার ইংরেজ বাজার থানার পুলিশ।

পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতো কবিতা মন্ডল বুধবার রাতে খাওয়া-দাওয়া করে নিজের ঘরে চলে যায়। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেলে তড়িঘড়ি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠায়। কি কারণে ওই পড়ুয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close