মালদার হরিশ্চন্দ্রপুর এলাকার বাংলা বিহার সীমান্ত থেকে গ্রেপ্তার দুই দুষ্কৃতী। কুশিদা নাকা চেক পয়েন্ট থেকে চোরাই বাইকসহ গ্রেফতার করা হয় দু’জনকে। ধৃতরা নীরাজ সাহা, বয়স ২২ বছর ও রাজনাথ সাহা, বয়স ২৬ বছর । তারা বিহারের বারসই থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা ।
পুলিশি সূত্রে খবর, ধৃতদের নামে বারসই থানায় এর আগেও একাধিকবার অভিযোগ জমা পড়েছে। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিহার থেকে অপরাধীরা এসে বারবার অপরাধমূলক কাজকর্ম করে সীমান্ত দিয়ে পালিয়ে যায়। তাই বাংলা বিহার সীমান্তে চেক পোস্টে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে নাকা চেকিং চালানো হচ্ছে।
ফোর্টিন টাইমলাইন, হরিশ্চন্দ্রপুর, মালদা।