Siliguri : কুড়ি লক্ষ টাকার বার্মাটিক সেগুন সহ গ্রেফতার ১

আরও পড়ুন

আদা ভর্তি বস্তার আড়ালে কাঠ পাচারের চেষ্টা। অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ-সহ অভিযুক্তকে গ্রেফতার করল বন দফতর।

গোপন সূত্রে খবর পেয়ে বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে শুক্রবার ভোরে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের পানকৌড়ি এলাকায় অভিযান চালায় বনদফতর। তারপরেই আটক করা হয় একটি লরি। বন দফতর সূত্রের খবর , সেই লরি থেকে প্রায় ২০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার হয়। অভিযোগ , আদার বস্তার আড়ালে ওই কাঠ পাচার করা হচ্ছিল।

উল্লেখ্য, এই ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। ধৃতের নাম সুনীল কুমার। বাড়ি রাজস্থানে। গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

ফোর্টিন টাইম লাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close