Hemtabad : নওদার অনন্তকোটা গ্রাম থেকে উদ্ধার গোখরো সাপ

আরও পড়ুন

বৃহস্পতিবার রাতে নওদা গ্রাম পঞ্চায়েতের অনন্তকোটা গ্রামে জাহাঙ্গীর আলম এর বাড়ির শস্য মজুত রাখার ঘরে একটি বড় গোখরো সাপ ঢুকে পড়ে। তিনি আতঙ্কিত হয়ে সাপটি উদ্ধার করার জন্য ফোন করেন উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস,-এর অফিসে।খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস এর সম্পাদক গৌতম তান্তিয়ার নেতৃত্বে সংস্থার প্রশিক্ষিত সদস্য নিবারণ দেবনাথ, সুমিত চন্দ , সৈকত সাহা ও শুভম দাস সেই গ্রামে পৌঁছে রাত প্রায় ১২ টা নাগাদ জাহাঙ্গীর আলম-এর শস্য মজুত রাখার ঘর থেকে প্রায় সাড়ে চার ফুটের একটি গোখরো সাপ উদ্ধার করে। জাহাঙ্গীর আলম বলেন, তার বাড়িতে বেশ কিছু গরু ও ছাগল রয়েছে, তাদের নিরাপত্তা এবং বাড়ির সদস্যদের নিরাপত্তার জন্যই তিনি সাপটিকে উদ্ধার করতে বলেন। উদ্ধার করার পর সেই বাড়ির সদস্য-সহ আরও কিছু উপস্থিত গ্রাম বাসীদের সাপ সম্পর্কে সচেতন করা হয়। তাদের বলা হয় যে দুর্ঘটনাবশত যদি সাপে কামড়ের ঘটনা ঘটে , তবে সাপে কাটা রুগীকে যেনও সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য , কোনও ওঝা , গুনীন বা মাহাতের কাছে নয়। তাদের বন্য প্রাণী সংরক্ষণ আইন সম্পর্কেও বলা হয়। সাপটি উদ্ধার করতে ডাকার জন্য জাহাঙ্গীর আলম ও তার পরিবারের লোকেদের সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। উদ্ধার করা গোখরো সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, হেমতাবাদ, উত্তর দিনাজপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close