Kumarganj : শ্রমিককে পিটিয়ে খুনের করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

আরও পড়ুন

এক শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে ৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ,গত মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর এলাকায়। মৃত শ্রমিকের নাম সুদীপ দাস(৩৬)। বাড়ি ব্রহ্মপুর এলাকায়। গত বৃহস্পতিবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাজোল এলাকায় মারা যায় ওই শ্রমিক। এদিকে এই ঘটনায় কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় গ্রেপ্তার হয়েছেন একজন। তবে এখনও অভিযুক্ত তিনজন পলাতক। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। অন্যদিকে কুমারগঞ্জ থানার পুলিশ শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে। বিষয়টি জানার পরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

প্রসঙ্গত ,গত মঙ্গলবার ব্রহ্মপুর এলাকায় ঠিকা শ্রমিক মিলে পাট কাটার কাজের ঠিকা নেন। সেই কাজের টাকা ভাগাভাগি নিয়েই শুরু হয় তাদের মধ্যে বচসা। অভিযোগ, গত মঙ্গলবার রাতে সুদীপ দাসকে বাকি তিনজন মিলে মারধর করে। ঘটনায় গুরুতর জখম হয় সুদীপ রাতেই তাকে চিকিৎসার জন্য কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বুধবার নিয়ে আসা হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে রেফার করা হয় মালদাতে। গতকাল রাতে মালদা নিয়ে যাওয়ার পথে রাস্তায় মারা যান ওই শ্রমিক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close