Siliguri : সাতসকালে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার,এলাকায় উত্তেজনা

আরও পড়ুন

শনিবার সাতসকালে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত দেহ। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ির যোগীভিটা এলাকায়। সূত্রের খবর তিনি ওই এলাকার বাসিন্দা নন। ওই এলাকায় তাকে প্রায়শই নেশাগ্রস্থ অবস্থায় ঘুরে বেড়াতে দেখা যেত। এমন ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের নাম জানা যায়নি।

শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে। খবর দেওয়া হয় এনজেপি থানায়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যুবকের মাথায় ক্ষতচিহ্ন সহ-সামনের একটি টেলিফোনের পোলেও রক্তের দাগ দেখা গিয়েছে বলে খবর। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close