শ্রীহরিকোটার মহাকাশ বন্দর থেকে মহাকাশে পাড়ি দিল ৭৫০ স্কুলপড়ুয়ার তৈরি স্যাটেলাইট। ইসরো থেকে মহাকাশে পাড়ি দেওয়া এটি সবচেয়ে ছোট রকেট যা পৃথিবীর নিম্ন অক্ষে প্রদক্ষিণ করবে। এই রকেটটি লম্বায় ৩৪ মিটার ও এর প্রস্থ প্রায় ২ মিটার। এই রকেটে একটি বিশেষ স্যাটেলাইট আছে যা একসঙ্গে তৈরি করেছে স্কুল পড়ুয়ারা ।
ক্ষুদে পড়ুয়াদের তৈরি এই কৃত্রিম উপগ্রহ জায়গা পেয়েছে ইসরোর সবচেয়ে ছোট রকেটে। এছাড়াও ওই রকেটে ইসরোর একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইটও রয়েছে যা পৃথিবীর অক্ষে ঘুরে বেড়াবে । সেখান থেকে খুঁটিনাটি তথ্য আসবে ইসরোর বিজ্ঞানীদের জন্য। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল ছাত্র-ছাত্রীদের দিয়ে এই স্যাটেলাইট বানানোর উদ্দেশ্য।
ব্যুরো নিউজ, শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ।