পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে স্বামীর জমানো লক্ষাধিক টাকা ও সোনার গয়না নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ইসাদপুর গ্রামে। এই ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা চ ত্বরে। অভিযুক্ত ওই গৃহবধূর নাম রুবি বিবি। নিখোঁজ স্ত্রীর নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে গৃহবধূর স্বামী সোহরাব আলি ।
পরিবার সূত্রে খবর, সোহরাব আলি ও রুবি বিবির দুটি পুত্র সন্তান রয়েছে। সোহরাব আলি সেলাই কারখানায় শ্রমিকের কাজ করে টোটো কেনার উদ্দ্যেশে বাড়িতে তার স্ত্রীর কাছে টাকা পাঠাত। কিন্তু সেই টাকা নিয়েই শশুরবাড়িতে তার দুই সন্তানকে ফেলে রেখে প্রেমিকের সçééঙ্গে চম্পট দেয় ওই গৃহবধূ। দীর্ঘদিন যা এলাকার একটি ছেলের সঙ্গে রুবি বিবি পরকীয়ায় জড়িয়েছিল বলে তার স্বামী ও শাশুড়ির অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
মালদা থেকে অভিষেক সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।