Balurghat : ডেঙ্গু দমনে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ

আরও পড়ুন

ডেঙ্গু দমনে গাপ্পি মাছ ছাড়ার নামে জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ। বালুরঘাট পুরসভার তৃণমূলের কাউন্সিলরদের বিরুদ্ধে এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ মহাকুমা শাসকের কাছে জানিয়েছে বিজেপি।

সূত্রের খবর ,ডেঙ্গুমুক্ত বালুরঘাট পুরসভা গড়ার লক্ষ্যে বিগত তৃণমূলের পুরবোর্ড এবং বর্তমান তৃণমূলের বোর্ড একাধিক কর্মসূচি গ্রহণ করেছিল। কিন্তু জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা খরচ করেও কিছুতেই তারা ডেঙ্গু মশা নির্মূল করতে পারছে না এমনটাই মহাকুমা শাসকের কাছে অভিযোগ বিজেপি-র। এই বিষয়ে বিজেপি-র জেলা কমিটির সদস্য সুমন বর্মন বলেন, এর আগেও আমরা দেখেছি ডেঙ্গুর মশা তাড়াতে গিয়ে ডেঙ্গুই উল্টে কাউন্সিলরদের তাড়া করছে। বালুরঘাট পুরসভা নিয়মিত লক্ষ লক্ষ টাকা মশার নিধনে ব্যয় করলেও ডেঙ্গু মশা সৃষ্টি হয়েই চলেছে বিরামহীন ভাবে। এরই পেক্ষিতে সুমন বর্মন আরও বলেন, অন্যদিকে আমরা পুরবাসী দেখতে পেলাম বর্তমান বালুরঘাট পুরসভার তৃণমূলের কাউন্সিলরা মনেপ্রাণে চাইছেন- যেনও সর্বত্র জল জমে ডেঙ্গু মশার সৃষ্টি হয়। আর জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ টাকা খরচ হিসেব দেখিয়ে প্রতিমাসে কিছু গাপ্পি মাছ ছাড়া হয়। সুমনবাবু কঠাক্ষের সুরে বলেন, বালুরঘাটবাসী জানতে চাযন ওটা গাপ্পী মাছ না ডারকা মাছ সেটাও সন্দেহ জনক। সুমন বর্মন আরও বলেন, যদি বালুরঘাট শহরে নিয়মিত নর্দমা সাফাই অভিযান হত, ক্লিন সিটির আওতায় বালুরঘাট শহর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকত, সর্বত্র জল জমে না থাকতো তাহলে আদৌও কি জনগণের ট্যাক্স এর লাখ লাখ টাকার খরচার হিসেব দেখিয়ে গাপ্পি মাছ ছাড়ার প্রয়োজন হতো।এই শিশুমূলকপ্রশ্নটা সুমন বর্মন ক্লিন সিটি_গ্রীন সিটির আলোয় আলোকিত তৃণমূলের কাউন্সিলরদের উদ্দেশ্যে রাখলেন।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close