বর্ধমানের দেওয়ানদিঘি থানার মাহিনগর এলাকায় ডিজেল পান করে মৃত্যু হল এক শিশুর। মৃত ওই শিশুর নাম সর্জুন দেহরী, বয়স এক বছর। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
পরিবার সূত্রে খবর, সর্জুনের মা, বাবা ও দাদা রয়েছেন। তার মা ও বাবা ঝাড়খন্ড থেকে এসে মাহিনগরে একটি ইঁট ভাটাতে শ্রমিকের কাজ করেন। দাদার কাছেই থাকত সর্জুন। তার দাদা ইটভাটার পেলোডের একটি ডিজেলের কৌটো কুড়িয়ে নিয়ে আসে ৷ এরপর তার নজর এড়িয়ে সর্জুন জল ভেবে সেটি পান করলেই ঘটে মর্ম্মান্তিক দুর্ঘটনা। তার মা-বাবাকে খবর দিলে সঙ্গে সঙ্গে তারা ছুটে এসে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসকেরা সেখানে সৰ্জুনকে মৃত বলে ঘোষণা করেন।
ফোর্টিন টাইমলাইন, পূর্ব বর্ধমান।