লরির সঙ্গে বাইকের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বালুরঘাটের আর্য্য সমিতি এলাকায়। এমন পথ দুর্ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকাজুড়ে। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহতও হয়।
সূত্রের খবর, মৃতের নাম সঞ্জয় দেবনাথ। বয়স ২৭ বছর। বাড়ি বালুরঘাটের ছিন্নমস্তা কালীমন্দির এলাকায়। লরিটি রেশন সামগ্রী নিয়ে আসছিল। সেই সময় ওই বাইক চালক তার বাইক নিয়ে আসে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকার সামনে পড়ে যায় বাইক-সহ চালকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে পথদুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যুর পরে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, ওই এলাকায় পথ দুর্ঘটনার সময় কোনও ট্রাফিক পুলিশ ছিল না। এদিকে ওই এলাকায় বিগত কয়েকদিনে ধরে বেশ কয়েকটি পথ দুর্ঘটনাও ঘটেছে। তাদের আরও অভিযোগ, ওই এলাকায় পুলিশের নজরদারির কোনও ব্যবস্থা নেই। গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় পুলিশি ব্যবস্থার পাশাপাশি স্পিড ব্রেকারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।