ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বালুরঘাটে জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হল। মঙ্গলবার দুপুরে বালুরঘাট শহরের নারায়ণপুর আর্য্য সমিতি এলাকায় থাকা কংগ্রেসের জেলা কার্যালয় থেকে এই পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা গোটা শহর পরিক্রমার পর বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এদিন পদযাত্রা শেষে বালুরঘাট জেলা প্রশাসনের সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি অঞ্জন চৌধুরী-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। জেলা কংগ্রেসের দাবি, ভারতের স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদিন শুধু বালুরঘাট নয়, জেলার বিভিন্ন প্রান্তেও কংগ্রেসের পক্ষ থেকে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।