বুধবার সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় তাদের। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার বাহারালে। মৃত বাবার নাম সেখ তাহির বয়স ৬৪ বছর এবং ছেলের নাম সেখ বরকত বয়স ৪২ বছর। তাদের বাড়ি বিহারের আমদাবাদের গোবিন্দপুর গ্রামে। এমন খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবাররের ওপর।
সূত্রের খবর, বুধবার সকালে সেখ তাহিরকে চিকিৎসার জন্য তার ছেলে বাইকে চাপিয়ে মানিকচকের নুরপুরে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় বাহারাল থেকে রতুয়া যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান তাদেরকে এসে সজোরে ধাক্কা মারে। এরপই তারা মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রুতুয়া থানার পুলিশ। তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এরপর তাদের মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে রতুয়া থানার পুলিশ পিক ভ্যানটিকে আটক করেছে। তবে চালক পলাতক বলে খবর ।