নিজের স্ত্রী-কে চপার দিয়ে কেটে খুন করল স্বামী। এরপর নিজেও আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার টুকুরিয়া পাট এলাকায়। মৃত ওই মহিলার নাম কেকা কোলে। বয়স ৩৮ বছর। আত্মঘাতী ওই স্বামীর নাম অশোক কোলে। বয়স ৪৮ বছর।
সূত্রের খবর, স্বামী-স্ত্রী-র মধ্যে সংসারে ঝামেলা লেগেই থাকতো। স্থানীয়দের দাবি, প্রতিদিন তাদের মধ্যে যেমন ঝামেলা লেগেই থাকতো মঙ্গলবার রাতেও দু’জনের মধ্যে বচসা চরম পর্যায়ে পৌঁছয়। বচসার জেরে স্ত্রী কেকাদেবীকে ধারালো চপারের সাহায্যে কুপিয়ে খুন করে তার স্বামী বলে অভিযোগ। এরপর বাড়ির বাইরে গোয়ালঘরে এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন স্বামী। গোটা ঘটনার কথা জানাজানি হতেই আনন্দপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পাশাপাশি পুলিশ তদন্তের তালিকায় পরকীয়ার বিষয়টিকেও রাখছে বলে জানা গেছে। সেইসঙ্গে স্বামী সন্দেহবাদী গ্রস্ত ছিলেন কিনা সেই বিষয়টিকেও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ অফিসারেরা।
ফোর্টিন টাইমলাইন, পশ্চিম মেদিনীপুর।