Siliguri : পিএইচডি দুর্নীতিতে কমিটি গড়ার দাবি প্রাক্তনীদের

আরও পড়ুন

এবার পিএইচডি দুর্নীতি নিয়ে কমিটি গড়ে তদন্ত করার দাবি জানালেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা।

সূত্রের খবর, তাঁরা এবিষয়ে বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে চিঠি দিয়েছেন। চিঠিতে প্রাক্তনীরা লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ড. পার্থ চট্টোপাধ্যায়কে ২০১৩ সালে বিশ্ববিদ্যালয়ের তরফে পিএইচডি ডিগ্রি দেওয়া হয়। বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এনিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, এতে প্রাক্তন ছাত্ররা উদ্বিগ্ন। তাঁদের বক্তব্য, ডিগ্রি প্রদানের প্রক্রিয়ায় বেশকিছু গরমিল রয়েছে। যা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত শিক্ষকদের সততা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য উপাচার্যের কাছে একটি কমিটি গঠনের আবেদন জানিয়েছেন প্রাক্তনীরা। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আর্জিও জানানো হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close