বছর একুশের এক যুবক ছোট থেকেই কথা বলতে পারত না। তার মুখে কথা ফুটিয়ে সাফল্য পেল বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল। দীর্ঘ সাত মাস ধরে অডিওলজিষ্ট ও স্পিচ থেরাপিস্টদের নিরলস চেষ্টায় সে এখন ভালোমতো কথা বলতে পারছে। সেই যুবকের নাম সঈফ আনসারি। তার জীবনের এমন পরিবর্তনে খুশি সঈফ-সহ তার পরিবার।
সূত্রের খবর, সঈফ আনসারির বাড়ি নলহাটি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বিধু পাড়ায়। ছোট থেকেই নিজের মনোভাব বোঝাতে পারতো না সঈফ। কাউকে নিজের কথা বোঝানোর মতো তার কাছে ক্ষমতা না থাকায় খুব কষ্ট পেত সে। ১৭ বছর বয়সেও তার তোতলামোর সমস্যার ছিল। ফলে সে কারোর সামনে কথা বলা থেকে বিরত থাকতো। এরপর ২০২১-এ তার কথা একেবারেই বন্ধ হয়ে যায়।
সেই সমস্যা নিয়েই রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ভর্তি করা হয় সঈফকে। সেখানের কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে বলেন, ওষুধে তার কোনও কাজ হবে না। স্পিচথেরাপির দরকার। তাদের কথা মতো সাত মাস ধরে তার স্পিচথেরাপি চলে। এরপর রামপুরহাটের স্পিচথেরাপির চিকিৎসকেরা সাফল্যলাভ করে। সঈফ এখন সবার সঙ্গে কথা বলতে পারেন।