Chanchal : জামাইকে খুনের চেষ্টা, অভিযুক্ত শ্বশুর

আরও পড়ুন

জামাইকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খুনের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। অভিযুক্তের নাম ইনতাজ আলি। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার খরবা পঞ্চায়েতের মনিকান্দা এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, আহত ওই জামাইয়ের নাম মঞ্জুর আলম। বয়স ৩০ বছর। বাড়ি খরবা পঞ্চায়েত এলাকার রানীপুর গ্রামে। প্রায় চারমাস আগে মনিকান্দার বাসিন্দা ইনতাজ আলির মেয়ের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় মঞ্জুরের। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে কোনওরকম ঝামেলা ছিল না। তাকে নিমন্ত্রন করে বাড়িতে ডাকা হয়। এরপর ঘুমন্ত অবস্থায় জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এমনকি বাঁশ দিয়েও মাথায় গুরতরভাবে আঘাত করা হয় তাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চাঁচল থানার খরবা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের মা সালেহা বিবি।

প্রসঙ্গত, আলির মেয়ের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় মঞ্জুরের। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে কোনওরকম ঝামেলাও ছিল না। তাকে নিমন্ত্রন নেমন্তন্ন বাড়িতে ডাকা হয়। এরপর ঘুমন্ত অবস্থায় জামাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এমনকি বাঁশ দিয়েও মাথায় গুরতরভাবে আঘাত করা হয় তাকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার চাঁচল থানার খরবা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের মা সালেহা বিবি।

কি কারনে জামাইকে খুন করার করল তার শ্বশুর, কেউই তা বুঝতে পড়েছেন না। গুরতর জখম অবস্থায় খরবা ফাঁড়িতে অভিযোগ জানান আক্রান্তের মা। বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ওই জামাই মঞ্জুর আলম। অভিযুক্ত ইনতাজ আলির শাস্তির দাবি জানিয়েছেন মঞ্জুরের পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, চাঁচল, মালদা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close