বৃহস্পতিবার সকালে অনুব্রত মণ্ডল গ্রেফতার হতেই জেলায় জেলায় খুশির হাওয়া। আনন্দে উল্লাসে মেতে উঠলেন বিজেপি নেতৃত্বরা। এদিন বিকেলে বালুরঘাটের কল্যাণী ঘাট এলাকায় অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ের সামনেও জেলা বিজেপির পক্ষ থেকে ঢাক বাজিয়ে পথ চলতি মানুষদের মধ্যে নকুলদানা ও বাতাসা বিতরণ করে। এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সহ-সভাপতি দেবাশীষ মজুমদার, বিজেপি-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, যুব মোর্চার রাজ্য সম্পাদক অভিষেক সেনগুপ্ত-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। পথচারীদের মধ্যে নকুলদানা ও বাতাসা বিতরণ করা হয়।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।