তৃণমূল সুপ্রিমোকে ট্যুইট করে দলত্যাগের আর্জি পবন কুমার বর্মার

আরও পড়ুন

এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন পবন কুমার বর্মা(Pawan Kumar Varma)। শুক্রবার টুইট করে নিজের তৃণমূল পদ ত্যাগ করার কথা বলেন। এইভাবে ধীরে ধীরে ভাঙ্গন ধরছে তৃণমূল কংগ্রেস দলে।

সূত্রের খবর, শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে এবং ট্যাগ করে দলত্যাগ করার কথা বলেন। গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পবন কুমার বর্মা। সেখানেই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে দলের সর্বভারতীয় সহ-সভাপতির পদ দেওয়া হয়।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ১০ মাসের মধ্যেই দল ছাড়লেন তিনি। শুক্রবার ট্যুইটে মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে তিনি বলেন, “তৃণমূল থেকে আমার ইস্তফাপত্রটি গ্রহণ করুন। আপনি যেভাবে আমাকে তৃণমূলে স্বাগত জানিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমাকে যে সৌজন্য দেখিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন সেজন্যও আপনাকে ধন্যবাদ। আগামী দিনেও আপনার সঙ্গে যোগাযোগ রাখব। শুভেচ্ছা রইল।”

তবে, কি আবার জেডিইউ-তে যোগদান করতে চলেছেন পবন কুমার বর্মা? এই নিয়ে রাজনৈতিকমহলে জল্পনা শুরু হয়েছে।

টাইমস ফোর্টিন ব্যুরো, নয়া দিল্লি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close