কলেজ হস্টেল থেকে উদ্ধার হল এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জয়পুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ হস্টেলে। তার এমন মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। থানায় লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেছেন তারা।
সূত্রের খবর, মৃত ওই পড়ুয়ার নাম সাগর সাহু। বয়স ২০ বছর। বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার খামার গ্রামে। বৃহস্পতিবার রাতে মৃতের দাদাকে কেউ ফোন করে বলে, তার ভাই আত্মহত্যার চেষ্টা করছে। রাতেই মৃতের পরিবার কলেজে ছুটে আসেন। তাদের ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন।
এরপর মৃতের পরিবার থানায় তাদের ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। তাদের চোখে অনেক অসঙ্গতি ধরা পড়েছে। তারা বলেন, সাগরের মোবাইল ফোনের লক খুলে কিভাবে ফোন করা হল? এছাড়াও তাদের চোখে আরও অসঙ্গতি ধরা পড়ে। সাগরের বন্ধুদের কথাও বিশ্বাস করতে চাইছেন না তারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, পুরুলিয়া।