Karandighi : ঘরে ঘরে পতাকা পৌঁছনোর ভাবনা বিজেপি-র

আরও পড়ুন

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বড় মাপের পদযাত্রার আয়োজন করল ভারতীয় জনতা পার্টি। করণদিঘিতে এমন সচেতনতামূলক পদযাত্রা শুরু হয়েছে ১৩ আগস্ট, শনিবার। চলবে ১৫ আগস্ট, সোমবার পর্যন্ত।
এদিন পদযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য মহিলা মোর্চার সদস্যা শম্পা সরকার, বিজেপি-র জেলা সম্পাদক শম্পা মোহন্ত, জেলা মহিলা মোর্চার সহ-সভানেত্রী বাসন্তী মল্লিক, ১৯ নম্বর মন্ডলের মহিলা মোর্চার সভাপতি নীলম সিং কর্মকার, বিজেপি-র জেলা সহ-সভাপতি সত্যনারায়ণ সিংহ , ১৯ নম্বর মন্ডলের মন্ডল সভাপতি অজয় কুমার সিংহ, ২০ নম্বর মন্ডল সভাপতি সুভাষ সিংহ, ১৭ নম্বর মন্ডল সভাপতি কল্যাণ সিংহ, ১৯ নম্বর মন্ডলের ওবিসি মোর্চার সভাপতি রণজিৎ ঘোষ প্রমুখ।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close