সোমবার দেশ জুড়ে ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ৮ আবাসিকের সাজা কমিয়ে মুক্ত করা হল তাদের।
সোমবার দুপুরে বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ৮ আবাসিক বন্দিকে মুক্ত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র, বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নবীন কুজুর-সহ অন্যান্য বিশিষ্টজনেরা । মুক্ত হওয়া আট আবাসিককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা দেন কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ। মুক্তি পাওয়া ৮ আবাসিকদের মধ্যে ছিলেন দু’জন মহিলা ও ছ’জন পুরুষ। এর মধ্যে দু’জন দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা ও বাকিরা মালদা, উত্তর দিনাজপুর ও রাজস্থানের বাসিন্দা ।
দীর্ঘদিন পর সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ায় খুশি আট আবাসিক। আগামীদিনে তারা ভালোভাবে থাকবেন বলে জানিয়েছেন।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।