Siliguri : তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

আরও পড়ুন

এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরএলাকার ৩৮ নম্বর ওয়ার্ডে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আহত ওই তৃণমূল নেতার নাম বিদ্যুৎ সাহা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পুর ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, সোমবার রাতে এলাকায় একটা বিকট আওয়াজ শুনতে পান এলাকাবাসী। তারা বাড়ির বাইরে বার হতেই বিদ্যুৎবাবুর রক্তাক্ত মৃতদেহ পরে থাকতে দেখেন। স্থানীয়দের দাবি, সেই সময় বাইকে চেপে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায়। এরপর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ওই নেতার দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পরিবার সূত্রে খবর, সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে যান ওই তৃণমূল কর্মী। অভিযোগ, এদিন রাতে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সেই গুলি তার কাঁধে লাগে। এই পুরো ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

ফোর্টিন টাইমলাইন, শিলিগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close