হাই কোর্টের নির্দেশে চাকরি ফিরে পাওয়ায় খুশি চাকরিপ্রার্থী।
সূত্রের খবর, মালদার ইংরেজবাজার থানার কাজিগ্রাম চন্ডিপুর এলাকার বাসিন্দা মিরাজ সেখ। হাইকোর্টের নির্দেশে চাকরি ফিরে পেলেন। জানা যায়, ২০১৪ সালে রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয়। সেই সময় চাকরির জন্য আবেদন করেন মিরাজ। ২০২০ সালে ইন্টারভিউ এর জন্য বিজ্ঞপ্তি বেরোয়। তারপর ডাক পান মিরাজ।
প্রসঙ্গত, ২০২১ সালে ১১ ডিসেম্বর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকার ৬৭ নম্বর পুথীয়া প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। কিন্তু ৩১ শে জানুয়ারি বেতন পাননি তিনি। এরপরে মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদে যোগাযোগ করা শুরু করেন মিরাজ। দেখা করেন মানিক ভট্টাচার্যের সঙ্গে । কিন্তু ৩১ ডিসেম্বর লিখিত ভাবে তাকে জানিয়ে দেওয়া হয় যে তার আর চাকরি নেই। এরপরই মে মাসে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন মিরাজ। মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদ এবং রাজ্য শিক্ষা দফতরের বিরুদ্ধে মামলা দায়ের হয় হাইকোর্টে। সেই মামলার রায় মিরাজকে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই রায়-এ খুশি মিরাজ সহ মিরাজের পরিবারও ।