SSC Scam : টেট দুর্নীতিতে নাম জড়াল ‘অনুব্রত কন্যারও

আরও পড়ুন

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের। অভিযোগ, তিনি টেট পাশ না করেও বোলপুরের কালিকাপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পান। টেট দুর্নীতি মামলায় তার জড়ানোর সঙ্গে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার গরু পাচারকাণ্ডে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। তাঁর গ্রেফতারির পর রাজনৈতিক মহলে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়েও জল্পনার সৃষ্টি হয়। কলকাতায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। পাওয়া তালিকা অনুযায়ী শুধু তিনিই নন, তার সঙ্গে নাম জড়িয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির পাঁচজন আত্মীয়। এমনই অভিযোগ পাওয়া গেছে বলে খবর। বৃহস্পতিবার তিনটেয় সুকন্যা এবং সেই জেলা সভাপতির পাঁচজন আত্মীয়কে হাইকোর্টে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সঙ্গে তাদেরকে টেট পাশের সার্টিফিকেট-সহ চাকরি পাওয়ার নথি আনতে বলা হয়েছে। তারা তা দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে।

‘অনুব্রত কন্যা’ সুকন্যার চাকরি পাওয়া নিয়ে অনেকেই মুখ খোলেন। এবিষয়ে রাজ্যসভার প্রাক্তন সদস্য কুণাল ঘোষ কটাক্ষের সুরে বলেন, সুকন্যা যে কোনও স্কুলের শিক্ষিকা ছিলেন তিনি তা জানতেনই না। সাংবাদিকদের কথাতেই তিনি জানতে পারেন।

টেট দুর্নীতি মামলাই শুধু নয়, গরু পাচার কাণ্ডের সঙ্গেও সুকন্যা মণ্ডলের ওপর নজর রেখেছে সিবিআই(CBI)। তার নামে বিপুল সম্পত্তির খোঁজও পাওয়া গেছে বলে জানা গেছে।

ফোর্টিন টাইমলাইন, কলকাতা ও বোলপুর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close