বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা চত্বরে। ধৃত ওই যুবকের নাম বিমল টুডু । পেশায় তিনি একজন কৃষক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশি সূত্রে খবর, মঙ্গলবার পাশের গ্রামে ব্যাঙ্কের কাজ সেরে বাড়ি ফেরার পথে আদিবাসী সম্প্রদায়ের বিশেষ চাহিদা সম্পন্ন ওই যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর ওই যুবতী রক্তাক্ত অবস্থায় কোনোমতে বাড়ি ফিরে তার পরিবারকে সম্পূর্ণ বিষয়টি জানায়। বুধবার দুপুরে বালুরঘাট থানায় নির্যাতিতার পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবক বিমল টুডুকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। বর্তমানে ওই যুবতী চিকিৎসাধীনে রয়েছে। ঘটনার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।