বৃহস্পতিবার ছিনতাই আটকাতে গিয়ে ডাকাতের গুলিতে প্রাণ হারালেন এক সেনা জওয়ান। মৃত ওই জওয়ানের নাম বাবলু কুমার। বিহারের পাটনার বাসিন্দা তিনি। অরুণাচলপ্রদেশে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশি সূত্রে খবর, বাবলু কুমার বৃহস্পতিবার একটি বাইকে চড়ে গুয়াহাটি যাওয়ার জন্য নিউ দিল্লি-গুয়াহাটি রাজধানী এক্সপ্রেস ধরার উদ্দেশে পাটলিপুত্র স্টেশনে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই ওল্ড বাইপাস রোডের কাছে বাইকে চেপে আসা ৫ দুষ্কৃতীদলের কবলে পড়েন তিনি । এরপর ওই সমাজবিরোধীরা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাবলুবাবু তাতে বাধা দিতে গেলে সরাসরি বাবলু কুমারের মাথায় গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সেনা জওয়ানের।
খবর পেয়েই ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে ছুটে আসে কঙ্করবাগ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।
টাইমস ফোর্টিন ব্যুরো, পাটনা, বিহার।