পুরোনো শত্রুতার জেরে বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে এক প্রৌঢ়কে খুন করল একদল দুস্কৃতী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের মারুগাঁও গ্রামে। নিহত ওই প্রৌঢ়র নাম জাহাঙ্গীর আলম। বয়স আনুমানিক ৫৬ বছর। এমন ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার সন্ধায় বাড়ি থেকে কাজেই বেড়িয়েছিলেন মারুগাঁও গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম। রাতে বাড়িতে ঢোকার সময় পিছন থেকে দুস্কৃতীরা তার উপর হামলা চালায়। গলায় এবং মুখে ধারালো অস্ত্রের আঘাত করে দুস্কৃতীরা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীর মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরই দুস্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা ওই প্রৌঢ়কে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে। ক্ষণিক বাদেই জাহাঙ্গীর মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমন ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যদের ওপর।
অন্যদিকে খবর পেয়ে হাসপাতালে পৌছয় ইসলামপুর থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, গত সাত আট মাস আগেও এই জাহাঙ্গীর আলমের উপর ঠিক এরকম ভাবেই তার বাড়ির সামনে হামলা চালিয়েছিল দুস্কৃতীরা। সেবার প্রাণে বাঁচলেও এবার তার আর আত্মরক্ষা হল না। স্থানীয় সিপিএম নেতা বাজিল আখতারের অভিযোগ, পুরানো শত্রুতার জেরেই এই হামলা।
তবে এভাবে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেওয়ার অধিকার দুষ্কৃতীদের কে দিল তা নিয়েই প্রশ্ন উঠেছে- সংশ্লিষ্ট গ্রামটিতে।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর।