চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে অভিযুক্তের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন প্রতারিত চাকরিপ্রার্থীরা। অভিযোগ, প্রাথমিক শিক্ষকপদে চাকরি দেওয়ার নাম করে সাড়ে চার লক্ষ টাকা প্রতারণা করেছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মঙ্গলপুর যোগমায়া এলাকার বিপ্লব মন্ডল নামে এক ব্যক্তি। এই ঘটনাকে ঘিরে শনিবার সকালে বালুরঘাটের মঙ্গলপুর এলাকার যোগমায়া পাড়ায় চাঞ্চল্য ছড়ায়। এদিকে চাকরিপ্রার্থীরা টাকা ফেরতের দাবিতে অভিযুক্তের বাড়ির সামনে ধর্নায় বসেন পড়েন। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় কাউন্সিলর সুরজিৎ সাহা-সহ বালুরঘাট থানার পুলিশ। পরে বালুরঘাট থানার পুলিশ অভিযুক্তের স্ত্রী-কে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যায়। অন্যদিকে, স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে তালা মেরে দেয়। এদিকে বিক্ষোভের আঁচ আগে থেকেই পেয়ে অভিযুক্ত ব্যক্তি পলাতক।
জানা গিয়েছে, ২০১৭ সালের প্রাইমারি শিক্ষকের চাকরি দেবার নাম করে বালুরঘাট ব্লকের নুনইল এলাকার বাসিন্দা নকুল মন্ডলের কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নেন বালুরঘাটের যোগমায়া এলাকার বাসিন্দা বিপ্লব মন্ডল। নকুলবাবু তার মেয়েকে চাকরি দেবার জন্য টাকা দিয়েছিলেন।
পেশায় বেকার বিপ্লব মন্ডল চাকরি দেবার নাম করে টাকা নেন। সেই কারণে এদিন চাকরীপ্রার্থীরা তার বাড়িতে এসে বিক্ষোভ দেখান প্রতারিত চাকরি প্রার্থী-সহ তার পরিবারের সদস্যরা। তবে এই প্রতারণার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত বিপ্লব মণ্ডলের কীর্তি ধীরে ধীরে প্রকাশ্যে উঠে আসছে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।