যিনি তার বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা করছেন তিনি ভাল থাকুন, সুস্থ থাকুন।এভাবেই নাম না করে ইসলামপুর তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বক্তব্যের জবাব দিলেন ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের নয়া ব্লক সভাপতি জাকির হুসেন। জাকির হুসেনকে ব্লকর জন্য সভাপতি করে যে ভুল হয়নি তা জানান দিতে রবিবার ইসলামপুর শহরে ‘খেলা হবে দিবস’ পালনে ঐতিহাসিক মিছিল করল ব্লক তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জাকির হুসেনের সাংগঠনিক ক্ষমতার প্রশংসার পঞ্চমুখ ছিলেন।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট সাংবাদিক বৈঠক করে ব্লক সভাপতি জাকির হুসেনকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে তাকে ব্লক সভাপতির পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। যদি ব্লক সভাপতিকে না সরানো হয় তাহলে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বার্তা দেন বিধায়ক।
অন্যদিকে রাজ্যের তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে ‘খেলা হবে দিবস’ উদযাপিত হচ্ছে। সেই নির্দেশ মতো রবিবার বিকেলে ইসলামপুর ব্লক ও জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল মিছিল বের করা হয় ইসলামপুর শহরে। এদিন ইসলামপুর ট্রাক স্ট্যান্ড থেকে এই মিছিলটি বের করা হয়। মিছিলটি ইসলামপুর ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে ইসলামপুর শহর পরিক্রমা করার পরে ইসলামপুর বাস টার্মিনাসে মিছিল শেষ করা হয়। এবং তৃণমূলের তরফে একটি সভা করা হয়। সেই সভা থেকে দলীয় কর্মীদেরকে বার্তা দেন ইসলামপুরের নতুন ব্লক সভাপতি জাকির হুসেন। দলের নির্দেশমতো দলকে আরও শক্তিশালী করতে মাঠে নেমে পড়ার নির্দেশ দেন ব্লক সভাপতি। মুখে না বললেও মূলত বিধায়কের কুৎসা এবং অপপ্রচারের জবাব দিতেই ব্লক সভাপতির যে এই কর্মসূচি তা বলাই বাহুল্য। এই কর্মসূচিকে সফল করতে ব্লক সভাপতির পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন। যুব সভাপতি কৌশিক গুন জেলা সভাপতির খুব কাছের মানুষ হিসেবে পরিচিত। রবিবার ঐতিহাসিক মিছিলের মধ্য দিয়ে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরীকে জানান দিলেন জাকির হুসেনকে ব্লক সভাপতি করে তিনি কোনও ভুল কাজ করেননি। জাকির একজন দক্ষ সংগঠক। গত পঞ্চায়েত নির্বাচনে জাকির হুসেনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ইসলামপুর ব্লকে সব ক’টি পঞ্চায়েত দখল করেছিল। একথা বলে জাকির হুসেনের প্রশংসায় পঞ্চমুখ জেলা সভাপতি।
ফোর্টিন টাইমলাইন, ইসলামপুর, উত্তর দিনাজপুর।