স্মারকলিপি প্রদানের জন্য নির্ধারিত সময়সূচি থাকলেও বিডিও তাঁর অফিসে না থাকায় বিক্ষোভ দেখালেন ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকেরা। প্রসঙ্গত, দশ দফা দাবি নিয়ে বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন পান্ডুয়ার পাঁচটি মন্ডলের বিজেপি-র নেতা-কর্মীরা। কিন্তু অভিযোগ, বিকেল পাঁচটায় তাদের ডেপুটেশনের জন্য সময় বরাদ্দ করলেও সময় উত্তীর্ণ হয়ে গেলেও পান্ডুয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) স্বাতী চক্রবর্তী তাদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। এমন অভিযোগ করে বিডিও অফিসের সামনে মাটিতে বসে পড়ে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপি-র নেতা-কর্মীরা। তাদের বক্তব্য- এদিন জয়েন্ট বিডিও থাকলেও তারা দশ দফা দাবি বিস্তারিত বিষয়টি একজন আধিকারিককে জানাতে পারতেন। সেই সুযোগ না পেয়েই তারা ফুঁসে ওঠেন। ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের ক্ষোভ প্রশমিত হয় কি না তা অবশ্য সময়ই বলবে।
ফোর্টিন টাইমলাইন, পাণ্ডুয়া, হুগলি।