Howrah : সেতুর ওপরে গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা, নিহত ১

আরও পড়ুন

ভয়াবহ গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনা ঘটল ১৬ নম্বর জাতীয় সড়কে । বুধবার সকালে ধুলাগড় থেকে ডানকুনি যাওয়ার পথে পাকুড়িয়া ব্রিজে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ায় একটি ম্যাটাডোরের সঙ্গে সংঘর্ষ হয় । ঘটনাস্থলে সঙ্গেসঙ্গেই মৃত্যু হয় চালকের। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এই দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ ডানকুনি থেকে কোলাঘাট যাওয়ার রাস্তা বন্ধ রাখা হয়।

পুলিশি সূত্রের খবর, হলদিয়া থেকে হরিয়ানা যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিল ওই ট্যাঙ্কারটি। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর অনেক আগেই ঘটে যায় এমন অঘটন। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়। মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ আধিকারিকরা।

ফোর্টিন টাইমলাইন, হাওড়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close